কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত

সেমিনার কক্ষ, সিএসই বিভাগ 14 January, 2025

১৫ জানুয়ারি, ২০২৫, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৩-২৪ সেশনের নবীন বরণ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। আয়োজনে নেতৃত্ব দেন বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. পেয়ার আহমেদ। সভাপতিত্ব করেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগের প্রভাষক মোস্তাফিজ আহমেদ এবং প্রিন্স মাহমুদ।

অনুষ্ঠান শুরু হয় সকাল ১১:৩০ মিনিটে। প্রধান অতিথি ও সভাপতিকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে শুভ সূচনা করা হয়। সঞ্চালনা করেন নাফিসা নূর ও কাজী মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ সাব্বির এবং গীতা পাঠ করেন ঐশি পাল আশা।

অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থী মোঃ তাহমিদুর রহমান নিহাল তাঁর বক্তব্যে বলেন, “মাননীয় উপাচার্য স্যারের দূরদর্শী নেতৃত্বে আমরা নন-ডিপার্টমেন্টাল কোর্সেও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সরাসরি শিক্ষাদান পাচ্ছি, যা আমাদের শিক্ষার মান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখছে। আমাদের শিক্ষকগণ আন্তরিক এবং পরিশ্রমী। আমরা সবসময় তাদের কাছ থেকে সহযোগিতা পাব বলে বিশ্বাস করি।”

বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা আজ নতুন একটি অধ্যায় শুরু করছেন। আমাদের লক্ষ্য শুধু আপনাদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলা নয়, বরং দায়িত্বশীল নাগরিক হিসেবেও তৈরি করা। গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়ার প্রত্যাশা করি।”

তিনি বিভাগের উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন, দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

  • প্রোগ্রামিং এবং আইওটি বিষয়ক ওয়ার্কশপ আয়োজন।
  • বিভাগীয় সমিতি গঠন।
  • সেমিনার লাইব্রেরি স্থাপন।
  • বিভাগের আর্থিক ব্যবস্থাপনার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা।
  • পর্যাপ্ত শিক্ষক নিয়োগ।

প্রধান অতিথি প্রফেসর ড. পেয়ার আহমেদ মহান রব্বুল আল’আমিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবীনদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমি তোমাদের হৃদয়ের উষ্ণ ভালোবাসা দিয়ে বরণ করে নিচ্ছি। অবশ্যই তোমাদের শিক্ষার মান নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।”

তিনি আরও বলেন, “আমি আজ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি পরিদর্শনে যাচ্ছি। আগামী দুই বছরের মধ্যে ক্যাম্পাসের কাঠামোগত উন্নয়ন সম্পন্ন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের জন্য ১০টি বাস এবং দুটি অস্থায়ী হলের ব্যবস্থা করা হচ্ছে। পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের জন্য ৩৫টি ক্লাব প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে।”

তিনি নবীনদের গবেষণামূলক কাজে উদ্বুদ্ধ করেন এবং বিভাগের উন্নয়নে চেয়ারম্যান কর্তৃক উত্থাপিত দাবী সমূহ পূরণ করার সহ সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

দুপুরের খাবার বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা নৃত্য, গান, কৌতুক এবং অভিনয়ের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে। দুপুরের খাবারের বিরতির পূর্বে অনুষ্ঠানের একটি বিশেষ অংশ হিসেবে অতিথি ও নবীন শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অতিথিবৃন্দের এবং নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী প্রদান করেন।

অনুষ্ঠানটি বিভাগের উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় সফলভাবে সমাপ্ত হয়। উপাচার্য মহোদয়ের দিকনির্দেশনা এবং প্রতিশ্রুতি শিক্ষার্থীদের মাঝে গভীর অনুপ্রেরণা জাগিয়েছে।


সিএসই বিভাগ, চাঁবিপ্রবি