চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান

সিএসই বিভাগ, চাঁবিপ্রবি 08 September, 2025

অদ্য ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান বিভাগের সকল শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এই সময় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোস্তাফিজ আহমেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন—

২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমা আক্তার ফারজানা

২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিসা নুর

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সুন্দরভাবে সূচনা করা হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিল জুবায়ের। গীতা পাঠ করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঐশী পাল আশা।

এরপর বিভাগীয় শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। সম্মানিত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব মোঃ জাহিদুল ইসলাম স্যারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সায়েম শেখ। নবনিযুক্ত শিক্ষক জনাব মোঃ মুজাহিদুল ইসলাম স্যারকে ফুল দিয়ে বরণ করেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাব্বির হোসেন।

বক্তৃতার ধারাবাহিকতায় প্রথমে বক্তব্য রাখেন সম্মানিত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব মোঃ জাহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শুরু করেন। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

পরে বক্তব্য রাখেন নবনিযুক্ত শিক্ষক জনাব মোঃ মুজাহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য তার দরজা সর্বদা খোলা থাকবে। ধন্যবাদ ও দোয়া প্রার্থনার মাধ্যমে তিনি তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শিক্ষার্থীদের সম্মিলিত ফটোসেশনের মাধ্যমে, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।


এইচ এম রায়হান সাকিব

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

সেশন - ২০২২-২৩