প্রোগ্রামিংয়ের বিশ্বকাপে চাঁবিপ্রবি

Daffodil International University 06 December, 2024

প্রোগ্রামিং হলো সৃজনশীলতার একটি অনন্য মাধ্যম। এটি কেবল প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং যৌক্তিক চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত করার এক উৎকৃষ্ট উপায়। আধুনিক প্রযুক্তির জগতে প্রোগ্রামিং জ্ঞান ভবিষ্যতের সুযোগ উন্মোচনে অগ্রগামী ভূমিকা পালন করে।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) এর ছাত্ররাও প্রোগ্রামিংয়ে হয়ে উঠছে দক্ষ। এরই অংশ হিসেবে, গত ৯ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ACM ICPC Asia Dhaka Regional Contest 2024 এর প্রিলিমিনারি পর্বে চাঁবিপ্রবি থেকে সাতটি দল অংশগ্রহণ করে। তাদের মধ্যে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল "CSTU-3-Billions" রিজিওনালের মূল পর্বে যাওয়ার জন্য নির্বাচিত হয়। এই দলের সদস্যরা হলেন: কাজী মুজাহিদুল ইসলাম, নাফিসা নূর, মোহাম্মদ রাহাত। দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোস্তাফিজ আহমেদ।

এরপর, গত ৭ ডিসেম্বর ২০২৪ তারিখে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ACM ICPC Asia Dhaka Regional Contest 2024 এর মূল পর্বে দলটি অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শত শত প্রতিভাবান প্রোগ্রামারের সঙ্গে একত্রে কাজ করার মাধ্যমে তারা বাস্তব প্রোগ্রামিং জগতের অভিজ্ঞতা অর্জন করে।

এ ধরনের অংশগ্রহণ শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের নয়, বরং পুরো দেশের জন্যই অনুপ্রেরণার। চাঁবিপ্রবির শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে প্রযুক্তিগত উন্নয়নে তাদের আরও ভূমিকা রাখতে উৎসাহিত করবে।



সিএসই বিভাগ